॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
শনিবার ২২ মার্চ ২০২৫. সকাল ৯.ঘটিকায় সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য( প্রশাসক) জনাব মোঃ কামরুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার নিম্ন আয়ের খেটে খাওয়া প্রতিটি পরিবারে 10 কেজী করে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
বিতরণ প্রক্রিয়ায় কেউ যেন দুর্নীতি করতে না পারে, সেদিকে কড়া নজরদারির হুঁশিয়ারি দেন। এই চাল বাইরে যেন কেউ বিক্রি করতে না পারে, এ বিষয়ে হুঁশিয়ারি করে দেন উপস্থিত চাল গ্রহীতা নিম্ন আয়ের জনসাধারণের প্রতি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম। উল্লেখ্য : প্রতিবছর ঈদুল ফিতরের আগ মুহূর্তে নিম্ন আয়ের মানুষের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করে থাকেন পৌরসভা কর্তৃপক্ষ।
চাল বিতরণের আগে পৌর প্রশাসক মহোদয় এবং পৌর নির্বাহী কর্মকর্তা গোডাউনের চাউল পর্যবেক্ষণ করেন, ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করেন।
বিতরণ প্রক্রিয়ায় কেউ যেন দুর্নীতি করতে না পারে, সেদিকে কড়া নজরদারির হুঁশিয়ারি দেন। এই চাল বাইরে যেন কেউ বিক্রি করতে না পারে, এ বিষয়ে হুঁশিয়ারি করে দেন উপস্থিত চাল গ্রহীতা নিম্ন আয়ের জনসাধারণের প্রতি। এ সময় পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন ধরে চাল নিতে দেখা যায়।