॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলম (৫৫) ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামানকে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই নেতাকে শনিবার সকালে আদালতে উপস্থাপন করা হয়। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর থানা পুলিশের একটি দল ইউসুফ আলমকে কুশখালি ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অন্যদিকে, হাসানুজ্জামানকে ব্রক্ষরাজপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউসুফ আলম একটি মামলার এজাহারভুক্ত আসামি।
মামলাটি সাতক্ষীরা সদর থানায় গত ১২ সেপ্টেম্বর (মামলা নং-২৬) দায়ের করা হয়। অপরদিকে, হাসানুজ্জামানকে ‘দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪’-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা মামলার (নং-২৫, তারিখ ১৮ ফেব্রæয়ারি) তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই নেতাকে শনিবার সকালে আদালতে উপস্থাপন করা হয়। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।