॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আনন্দঘন শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ (রতন)।

প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেল্লাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ তানিয়া খাতুন, উচ্চ প্রাথমিক শিক্ষক প্রতিনিধি (আস্ত্র বিদ্যালয়) ও সহকারী শিক্ষক, শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ; জনাব মোঃ আবু মুসা, সদস্য (৬নং ওয়ার্ড), ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ এবং জনাব মোঃ আবু বক্কর, বিশিষ্ট সমাজসেবক, ১নং ধামাইনগর ইউনিয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহমুদুল হাসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও সভাপতি, অত্র বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। বক্তারা তাদের বক্তব্যে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে শিশু বরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানের আয়োজন করে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল