Saturday , 3 January 2026

এনায়েতপুরের ব্রাহ্মণগ্রামে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের এনায়েতপুরে ভার্সিটিঘাট ব্রাহ্মণগ্রামে এক আনন্দঘন পরিবেশে ব্যাডমিন্টন খেলা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা জানুয়ারি) রাত ৯টার দিকে যুবকদের উদ্যোগে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত মোল্লার সভাপতিত্বে ও শামসাদ মাস্টারের সঞ্চালনায় এ খেলা অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

এসময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও শহিদুল সরকার, সুলতান সরকার, রাজ্জাক সরকার প্রমুখ।

খেলায় এলাকার বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক এই খেলায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাকে কেন্দ্র করে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দর্শকরাও খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের আশ্বাস দেন।

Check Also

ফুলবাড়ীতে ২০২৬ উপলক্ষ্যে তওবা ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

॥ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধি ॥ ত রুণ ছাত্র ও যুব সমাজের মাঝে …