॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের এনায়েতপুরে ভার্সিটিঘাট ব্রাহ্মণগ্রামে এক আনন্দঘন পরিবেশে ব্যাডমিন্টন খেলা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২রা জানুয়ারি) রাত ৯টার দিকে যুবকদের উদ্যোগে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত মোল্লার সভাপতিত্বে ও শামসাদ মাস্টারের সঞ্চালনায় এ খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
এসময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও শহিদুল সরকার, সুলতান সরকার, রাজ্জাক সরকার প্রমুখ।
খেলায় এলাকার বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক এই খেলায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাকে কেন্দ্র করে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দর্শকরাও খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের আশ্বাস দেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল