Wednesday , 30 July 2025

বাগেরহাটের সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে দেখে নেয়ার হুমকি

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বাগেরহাটের সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে মুঠো ফোনে দেখে নেয়ার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। সোমবার বিকাল সারে ৫টার দিকে সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ নিজেকে জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দাবী করে এ হুমকি দেয়।

 

 

ওই সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জেলা যুবলীগের সভাপতির বন্ধু পরিচয় দিয়ে তার চাচা ও বাবার চাচাতো ভাইয়ের জায়গাও দখল করে নিয়েছে। এছাড়া বিভিন্ন সাধারন মানুষকে হুমকি ধামকি দিতো।

সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় জনপ্রিয় অনলাইন পত্রিকা বাগেরহাট টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক।

এসময়ে হুমকিদাতা আরো বলেন,কিছুলোককে সায়েস্তা করতে রাজনীতিতে এসেছি। ওই সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জেলা যুবলীগের সভাপতির বন্ধু পরিচয় দিয়ে তার চাচা ও বাবার চাচাতো ভাইয়ের জায়গাও দখল করে নিয়েছে। এছাড়া বিভিন্ন সাধারন মানুষকে হুমকি ধামকি দিতো।

এদিকে সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে হুমকিদাতার দৃষ্টান্তমুলক শাস্তি ও দলথেকে বহিস্কারের দাবী জানান বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিক সমাজ।

Check Also

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এর বরাদ্দপত্র হাতে পেলেন মোঃ একাব্বর আলী আকবর

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বু ধবার ৩০ জুলাই ২০২৫ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের …