॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
বাং লাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত অগ্রসর কর্মী বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় এক সুশৃঙ্খল ও উজ্জীবিত পরিবেশে, যেখানে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী, স্থানীয় জনসাধারণ এবং সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই কর্মী বৈঠক শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং এটি আদর্শের পুনর্জাগরণ ও ইসলামি সমাজ বিনির্মাণের অঙ্গীকার।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ও জননন্দিত নেতা মাওলানা জামিল উদ্দিন (কাজী জামিল উদ্দিন)।তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো আল্লাহভীতির ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে প্রতিটি কর্মীকে আদর্শ, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে কাজ করতে হবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি মাওলানা খোরশেদুল আলম। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ইসলামপ্রেমী মানুষ ধামাইনগর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পক্ষে রায় দেবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম মুন্সী, কামিল (হাদিস), এম.এ (আরবি), ইসলামিক ইউনিভার্সিটি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই কর্মী বৈঠক শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং এটি আদর্শের পুনর্জাগরণ ও ইসলামি সমাজ বিনির্মাণের অঙ্গীকার।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ধামাইনগর ইউনিয়ন সহ-সভাপতি ডাঃ মোঃ রঞ্জু।অফিস সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামাইনগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাসুম হোসাইন জুবায়ের।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও তরুণ কর্মীবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী হলো ইসলাম, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগঠন — এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জামিল উদ্দিন। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত কর্মীরা ধ্বনিত করেন— “আল্লাহু আকবার, ইসলাম বিজয়ী হোক, ইনশাআল্লাহ।”
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল