Thursday , 21 November 2024

মোংলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ও পুজা উপলক্ষে বাপা’র খাদ্য সহায়তা

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবার ও দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 

নদী দখল ও দূষণকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত ও দুর্গা পূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

১১ অক্টোবর শুক্রবার সকালে মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার সকাল ১১টায় খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাপা মোংলা শাখার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, ইস্রাফিল বয়াতি, বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার ও কমলা সরকার। অন্যান্যদে মধ্যে বক্তব্য হাছিব সরদার, রাখেন মিরা মন্ডল, মিতালী মন্ডল, সাহাদত হোসেন প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন বাপা কোন এনজিও না।

পরিবেশ রক্ষায় আন্দোলনের পাশাপাশি পরিবেশ স্বপক্ষ নীতি প্রনয়ণে সরকারকে সহযোগিতা করে থাকে। বক্তারা আরো বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করতে হবে। নদী দখল ও দূষণকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত ও দুর্গা পূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …