Wednesday , 19 February 2025

ভিক্ষা নয়’ নদীভাঙ্গা রোদের অধিকার চাই এই স্লোগানে

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া বিভিন্ন অঞ্চলে নদী ভাঙ্গন রোধ-র প্রকল্প বাস্তবায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় নলচিরা মেঘনা নদীর তীরবর্তী ঘাট সংলগ্ন প্রাই ৪শতাধিক গৃহ ও ভূমিহীনদের উপস্থিতিতে নদী ভাঙ্গন রোধের প্রকল্পের গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্যসংগঠক আব্দুল হান্নান মাসুদ ভার্চুয়ালে বক্তব্যকালে তিনিবলেন হাতিয়াতে শীঘ্রই ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মানাদিন সহ, হাতিয়া ও নিঝুম দ্বীপ জনগণের চলাচলের ৩৪ রাস্তাঘাট, ফেরী পারাপার, ব্লক বাঁধ সহ উন্নয়নের প্রকল্প কথা তুলে ধরেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গর্বিত বাবা সভাপতিতে, ভার্চুয়ালে যুক্ত ছিলেন হাতিয়ার কৃতি সন্তান কেন্দ্রীয় মূখ্য-সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জামিল আহমেদ পাটোয়ারী ও উপ-সহকারী প্রকৌশলী মিলন হোসেন উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফিজুল্লাহ, আফাজিয়া হাই স্কুলের (প্রধান শিক্ষক) আকরাম হোসেন , ফজলুল আজিম মহিলা কলেজের (প্রভাষক) মনিরউল্লা , বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, (ভূমিহীন নেতা) মাইনুদ্দিন লেলিন, হাতিয়া ছাত্রনেতা আবু ইউসুফ,সহ প্রমূখ।

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্যসংগঠক আব্দুল হান্নান মাসুদ ভার্চুয়ালে বক্তব্যকালে তিনি বলেন,

হাতিয়াতে শীঘ্রই ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মানাদিন সহ, হাতিয়া ও নিঝুম দ্বীপ জনগণের চলাচলের ৩৪ রাস্তাঘাট, ফেরী পারাপার, ব্লক বাঁধ সহ উন্নয়নের প্রকল্প কথা তুলে ধরেন।

পরে আন্দোলনের মুখ্য বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে হাতিয়ার নদীভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

Check Also

সিরাজগঞ্জ জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

॥ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সাসিরাজগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রাথমিক সদস্য …