Tuesday , 5 August 2025

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বেলকুচি উপজেলা জামায়াতের গণমিছিল

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে সমাবেশ ও গণমিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

 

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, এ সময়ে বলেন ,স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এ দেশকে শোষণ করে বিগত ৫ আগস্ট ২০২৪ , দেশের জনগণের চাপে এ দেশ ছেড়ে ভারতে পালিয়েছে , এখনো এ দেশ নিয়ে ষড়যন্ত্র করে আসছে

মিছিলপূর্ব সমাবেশে বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, এ সময়ে বলেন ,স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এ দেশকে শোষণ করে বিগত ৫ আগস্ট ২০২৪ , দেশের জনগণের চাপে এ দেশ ছেড়ে ভারতে পালিয়েছে , এখনো এ দেশ নিয়ে ষড়যন্ত্র করে আসছে , আগামীতে তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনে সারাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার জয় হবে এবং দেশে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবেন ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নূর নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সম্পাদক মাওলানা মোঃ আবুল হোসেন ভূইয়া ও বেলকুচি পৌরসভার আমীর মাওলানা মোঃ গোলাম সারোয়ার।

সমাবেশ শেষে প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এর নেতৃত্বে এক বিশাল গণমিছিল শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুকুন্দগাতী বাজার হয়ে চালা উপজেলা পরিষদ পরিশেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয় । এতে জামায়াত-শিবিরের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণত মানুষ অংশগ্রহণ করেন।

Check Also

হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় হরিণের মাংস …