Wednesday , 19 November 2025

বেলকুচি উপজেলা লিগ্যাল এইড কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বু ধবার সকাল ১১ টায় বেলকুচি উপজেলা পরিষদের সভাকক্ষে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এমব্যাসি অফ সুইডেন এর অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এটি সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু এটা সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি অবগত না থাকায় এখান থেকে তারা সেবা নিতে পারছেনা । এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে এটার প্রচার প্রচারণা বৃদ্ধি করার উপর গুরুত্ব দিতে আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা এনডিপির প্রোগ্রাম সমন্বয়ক মোছাঃ আখতারিয়া বেগম। সভায় শুরুতেই তিনি ষান্মাসিক কার্যক্রম ও তাদের নেয়া সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন লিগ্যাল এইড সরকারের এমন একটি শাখা যা সাধারণত দরিদ্র হত দরিদ্র মানুষ কে আইনগত সহায়তা প্রদান করে থাকে।

এটি সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু এটা সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি অবগত না থাকায় এখান থেকে তারা সেবা নিতে পারছেনা । এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে এটার প্রচার প্রচারণা বৃদ্ধি করার উপর গুরুত্ব দিতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিন,সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা রানা ইসলাম , বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বড়ধুল ও রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এনডিপির বেলকুচি উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন ।

Check Also

দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে কে পাবেন বিএনপির মনোনয়ন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে কে পাবেন বিএনপির …