Tuesday , 29 July 2025

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান: ৫০ বোতল মদসহ সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার (২৮ জুলাই) পরিচালিত এই অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়।

সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র জানায়, সীমান্তের কাকডাঙ্গা, চান্দুরিয়া, বৈকারী, ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, সুলতানপুর, চন্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট এলাকায় এসব অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়ার গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া সদর উপজেলার ছবেদার মোড়, মজুমদার ব্রিজ, চান্দুরিয়া মাঠ, কাপালীপাড়া, পদ্মশাখরা ফুটবল মাঠ, লক্ষীদাড়ি, আমবাগান, শ্রীরামপুর ও কলারোয়ার মজুমদার খালসহ বিভিন্ন এলাকা থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও উচ্চমূল্যের ওষুধ জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, এসব পণ্যের মোট বাজারমূল্য ৬,৫৯,৫০০/- (ছয় লক্ষ ঊনষাট হাজার পাঁচশত) টাকা। চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিলো।

বিজিবি বলছে, এই ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্যগুলো সাধারণ ডায়েরি করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, “দেশীয় শিল্পের সুরক্ষা, রাজস্ব ফাঁকি রোধ এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি নিয়মিতভাবে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Check Also

মোংলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে জুলফিকার আলী সভাপতি, সাধারণ সম্পাদক মানিক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মোঃ জুলফিকার …