॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক আসামীসহ ০২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধারকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংসের লক্ষ্যে সংরক্ষণে নেওয়া হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ জুলাই) দিনব্যাপী ব্যাটালিয়নের অধীনস্থ চান্দুরিয়া, কাকডাঙ্গা, ভোমরা, মাদরা, ঝাউডাঙ্গা ও বৈকারী বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে একযোগে এ অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ফুলতলা বাজার এলাকা থেকে একজন চোরাকারবারীকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ০২ বোতল ভারতীয় ফেনসিডিল।
এছাড়াও, বিভিন্ন বিওপির পৃথক অভিযানে বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে—গোয়ালপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভাদিয়ালী থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ, ঘোষপাড়া থেকে ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, হাওয়ালখালী থেকে ৭০ হাজার টাকার ঔষধ, ভাদিয়ালী এলাকা থেকে আরও ৩৫ হাজার টাকার শাড়ি, চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, এবং কাপালীপাড়া থেকে ৩৫ হাজার টাকার ঔষধ।
সব মিলিয়ে অভিযানে মোট ৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত সকল মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এতে দেশের রাজস্ব আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশীয় শিল্পের প্রতিও নেতিবাচক প্রভাব পড়ে। উদ্ধারকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংসের লক্ষ্যে সংরক্ষণে নেওয়া হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী এলাকায় বিজিবির চোরাচালান বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।