Thursday , 8 January 2026

সিরাজগঞ্জের কামারখন্দ দশসিকা গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

মা নুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বিখ্যাত গানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ বিকেলে নিজেদের উদ্যোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের প্রান্তিক জনপদের নিম্ন আয়ের ১০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

 

এই মুহূর্তে নিম্ন আয়ের মানুষের মাঝে অসহনীয় কষ্ট নেমে এসেছে। এই কষ্ট লাঘব করতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরী।

এই গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল এবং তার সহদর ভাই বিশিষ্ট সাংবাদিক ও সংগীত শিল্পী ফজল এ খোদা লিটন। এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জে বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও ইতিহাস গবেষক এবং সিরাজগঞ্জের গুণীজন বই এর লেখক মোহাম্মদ আব্দুল হামিদ ও এলাকাবাসী। তীব্র শৈতো প্রবাহে কাঁপছে সারা বাংলাদেশ, যার প্রভাব পড়েছে সিরাজগঞ্জ জেলা শহর ও প্রান্তিক জনপদেও। এই মুহূর্তে নিম্ন আয়ের মানুষের মাঝে অসহনীয় কষ্ট নেমে এসেছে। এই কষ্ট লাঘব করতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরী।

তাই এই গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল ও তার সহদর ভাই ফজল এ খোদা লিটন এর নিজ উদ্যোগে তাদেরই প্রতিবেশী শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করেছেন। তাদের এই কম্বল বিতরণ উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। আমাদের সকলের উচিৎ যার যার অবস্থান থেকে যতটুকুন সম্ভব এই মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

Check Also

ঘন কুয়াশায় হাজারো কর্মজীবী নারী পুরুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে মোংলা নদীর খেয়া

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় পৌষের প্রচন্ড শীত জেঁকে বসেছে। শীতে …