Monday , 24 November 2025

উল্লাপাড়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি প্রার্থী আজাদ হোসেন’র সমর্থকদের মানববন্ধন

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি মনোনয়ন প্রার্থী আজাদ হোসেন আজাদ এর সমর্থকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

দীর্ঘ সময় ধরে বিএনপির রাজপথের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আজাদ হোসেন। বিগত সরকারের দমন পীড়নের সময়ে তার বিরুদ্ধে ৫০টির বেশি মামলা দায়ের করা হয়। প্রায় চার বছর কারাভোগ করেছেন, এমনকি মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগও পাননি

(২৩ নভেম্বর) রবিবার বিকালে উল্লাপাড়া উপজেলা ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের সমর্থকেরা এ কর্মসূচিতে অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি থেকে এম আকবর আলী মনোনয়ন পেয়েছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি হওয়ার কারনে তিনি নিজে ঠিকমত চলাচল করতে পারেন না। যার দরুন তৃনমুলে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও তৃণমূলের প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন না হলে সংগঠনের ক্ষতি হবে।

দীর্ঘ সময় ধরে বিএনপির রাজপথের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আজাদ হোসেন। বিগত সরকারের দমন পীড়নের সময়ে তার বিরুদ্ধে ৫০টির বেশি মামলা দায়ের করা হয়। প্রায় চার বছর কারাভোগ করেছেন, এমনকি মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগও পাননি এই ত্যাগের পরও তাকে মনোনয়ন দেওয়া হয়নি, যা তৃণমূলে ক্ষোভের সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, আজাদ হোসেনের নেতৃত্বে উল্লাপাড়ায় বিএনপির সব আন্দোলন, কর্মসূচিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় এনে তাকে আবারও মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি পুনরায় তুলে ধরেন।

Check Also

নিজেরা করি সংস্থার উদ্যোগে সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নো ‎য়াখালী সুবর্ণচরে নিজেরা করি সংস্থান …