Monday , 21 April 2025

উল্লাপাড়ায় আজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ল্লাপাড়া (সিরাজগঞ্জ), ২০ এপ্রিল ২০২৫: উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। তিনি তার বক্তব্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১২ টায় উল্লাপাড়া মডেল থানার সামনে উপজেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। তিনি তার বক্তব্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বলেন, এই হামলা কেবল একটি ব্যক্তির ওপর নয়, বরং এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া না হোক।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে অংশগ্রহণকারীরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Check Also

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা জবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) …