Tuesday , 1 July 2025

গোয়ালন্দে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ীর গোয়ালন্দে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় গোয়ালন্দ পৌর শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

খৈয়ামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে পুনরায় বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে পুনরায় বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মন্জুরুল আলম দুলাল,জেলা কৃষক দলের সভাপতি মো. আয়ুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ এবিএম ছাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা,সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন প্রমূখ।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …