Thursday , 21 November 2024

মোংলায় দিগরাজ বুড়িরডাঙ্গা সার্বজনীন  রাস উৎসব মেলা পরিদর্শন করেন বিএনপি নেতা খোকন 

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলা  উপজেলার  দিগরাজ বুড়িরডাঙ্গা স্কুল মাঠে নানা আয়োজনে ৬ দিনব্যাপী চলছে সার্বজনীন  রাস উৎসব   । আজ চলচ্ছে উৎসবের ৩য় দিন। গত ১৬ নভেম্বর শুরু হয় এ রাস মেলা।

 

এই উৎসবে দূর-দুরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে, নারী-পুরুষ, ভক্তের সমাগম ঘটে বুড়িরডাঙ্গা স্কুল মাঠে। ৬ দিন ব্যাপী রাস উৎসবে প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠানও।

প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণিমার তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আয়োজন করেছ রাস উৎসবের। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ রাস  উৎসব। বুড়িরডাঙ্গা রাস উদযাপন কমিটি জানায়, সকল ধর্মের মানুষ মিলে প্রতিবছর রাসউৎসব করে থাকি। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সাধু হরিভজন পাগল কর্তৃক এ রাস উৎসব উদযাপন করে আসছি। এবার চলছে ২০ তম রাস  উৎসব।

এই উৎসবে দূর-দুরান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে, নারী-পুরুষ, ভক্তের সমাগম ঘটে বুড়িরডাঙ্গা স্কুল মাঠে। ৬ দিন ব্যাপী রাস উৎসবে প্রতিদিনই থাকছে নানা অনুষ্ঠানও।  রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠে বসেছে  হরেক রকমের  দোকান পাট ও মেলা। যা সকলের জন্য উৎসব মুখর।

রাস উদযাপন কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, বুড়িরডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে  ২০ তম রাস উৎসব। প্রতি বছরের মতো এবারো আমরা রাস উৎসবে নানা আয়োজন রেখেছি। ধর্ম-বর্ন নির্বিশেষে সকলে আমারা প্রত্যকটা অনুষ্ঠান এখানে করে থাকি। মহাধুমধামের সাথেই উদযাপিত হচ্ছে এ উৎসব।

রাস উৎসব ও পুজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও বাগেরহাট  জেলা বিএনপির  সদস্য আব্দুল হালিম খোকন ।  এ সময় খোকন বলেন , বিএনপির অতীতেও মোংলা রামপালের  সকল সম্প্রদায়ের বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা হিসেবে ছিল। ভবিষ্যতেও থাকবে।

বিএনপি সরকার ক্ষমতায় এলে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর পরিষদ গঠন ও উন্নয়নমুখী করে তোলা হবে এমন আশ্বাস দিয়ে তিনি আরো  বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দায়িত্বকালীন সময়ে যারা মোংলায় দায়িত্বে  ছিলো তারা লুটেপুটে খেয়ে তছনছ করে দিয়েছে যা ভবিষ্যতে আর হতে দেয়া যাবে না। কঠোর হস্তে সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবো।
পরিদর্শন কালে তার সাথে বিশেষ অতিথি হিসেবে  শিক্ষানুরাগী, সমাজসেবী শামিমা  আক্তার লাইজু উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্তিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, ফয়লা কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক শিক্ষক বিপ্লব বাউয়ালি, বুড়িডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, থানা যুবদল নেতা মিঠু ফকির সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সার্বিক তত্বাবধানে ছিলেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা   মোঃ আব্দুর রাজ্জাক।

রাস উৎসবে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে  নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা  ব্যাবস্থা বলে জানিয়েছেন রাস উদযাপন কমিটি।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …