Friday , 25 April 2025

সৈরাচার আমলে বিএনপির নেতা শাহিন আলম,( উকিল) অন্যায়ভাবে জেল জুলুম খেটে আজ মুক্ত স্বাধীন

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

সো বিগত আওয়ামী সরকার শাসনামলে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সহ জেলার সবকটি উপজেলা বিএনপির নেতাকর্মীদের নানাভাবে মিথ্যা জেল জুলুম দিয়ে কারা ভোগ করানো হয় ।

দীর্ঘদিন জেল খাটার পর, সিরাজগঞ্জ জেলার সবকটা উপজেলা বিএনপির নির্যাতিত নেতাকর্মী গণ মুক্তি পেলে, সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ভাসানী মিলনায়তনে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

 বিগত জুলাই /আগস্ট /২০২৪ এর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ এইরকম ত্যাগী নেতা কে ই নেতার আসনে বসাতে চান।

ঐতিহাসিক সংবর্ধনার দিন জেলার অন্যান্য নেতাদের সাথে তাড়াশ উপজেলার নির্যাতিত নেতাকর্মীদের সাথে ৮ নং দেশী গ্রাম ইউনিয়ন বিএনপির বারবার কারা নির্যাতিত ও ত্যাগী বিএনপি নেতা এবং আগামী কাউন্সিলে দেশী গ্রাম ইউনিয়ন বিএনপি ,, সাধারণ সম্পাদক,, পদপ্রার্থী শাহীন আলম ( উকিল) ছিলেন ।

ইউনিয়ন বিএনপির এই ত্যাগী নেতা কে সিরাজগঞ্জ জেলার প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নিতে দেখা যায়। বিগত জুলাই /আগস্ট /২০২৪ এর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ এইরকম ত্যাগী নেতা কে ই নেতার আসনে বসাতে চান।

শাহীন আলম ( উকিল) তালুকদার দেশী গ্রাম ইউনিয়নের সিঙ্গার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । বাবা মৃত: মরহুম জনাব আলী তালুকদার। শাহীন আলম তিন ভাই এর মধ্যে দ্বিতীয়। বড় ভাই : মো: নুরুজ্জামান তালুকদার, বিশিষ্ট ধান ব্যবসায়ী । ছোট ভাই : তাড়াশ উপজেলার একমাত্র শিল্পপতি, আলহাজ্ব মো: সবুজ তালুকদার। শাহীন আলম ইউনিয়নের তৃণমূল গণ,: মানুষের পাশে থেকে কাজ করতে চান । সকলের দোয়া প্রত্যাশী।

Check Also

সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মা-ছেলের মৃত্যু

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা এলাকায় এক মর্মান্তিক …