॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সরকার পতনের একদফা দাবিতে মাঠের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশ দেওয়ার পরপরই সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইবি রোড এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি নিষ্ক্রিয় নেতাদের প্রতি সতর্কতা বার্তা প্রদান করেন। রোববার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের ইবি রোডস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইবি রোড এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার তানভীর মাহমুদ পলাশের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় জেলা ও উপজেলা বিএনপির ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় নেতাদের চলমান আন্দোলনে মাঠে থাকতে সতর্কতা জারি করে ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট করেন। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশিত সূত্র উল্লেখ করে পোস্টটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, জেলা বিএনপির অধীনস্থ ১৮টি ইউনিট অর্থাৎ সব জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিতে থাকা যেসব নেতারা এখনো এক দফা দাবি আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হন নাই, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন না করে বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় তানভীর মাহমুদ পলাশকে।