Thursday , 25 December 2025

বড়দিন উপলক্ষে মোংলায় বিভিন্ন গীর্জায় কেক উপহার দিলেন বিএনপির এমপি প্রার্থী লায়ন ফরিদ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

খ্রী স্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে মোংলার বিভিন্ন গীর্জায় কেক উপহার পাঠিয়েছেন বিএনপির বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। লায়ন ফরিদের পক্ষ থেকে বুধবার রাতে মোংলার শেলাবুনিয়ার প্রধান ক্যাথলিক চার্চে কেক উপহার পৌঁছে দেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজা।

এবার মোংলার ৩৯টি গীর্জা অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের প্রার্থনা ও উৎসব। গীর্জাগুলোত শোভা পাচ্ছে ব্যাপক আলোকসজ্জা। এদিকে সন্ধ্যা থেকে বিভিন্ন গীর্জা পরিদর্শন ও পালক পুরোহিত এবং খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা সরোয়ার হাওলাদার ও উপজেলা ছাত্রদল নেতা হানিফ বাবু। এরপর তারা রাতেই চিলা ও মালগাজী গীর্জায়ও পৌঁছে দেন বড়দিনের উপহার কেক।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে খ্রীস্ট ধর্মাবলম্বীদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের এ উৎসব যেন নির্বিঘ্ন ও আনন্দময় হয় আমি সেই প্রত্যাশা করি। এছাড়া ধর্মীয় এ উৎসব নিরাপদ করতে বিভিন্ন এলাকায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নিরাপত্তায় বিশেষ নজরদারী করছেন।

এবার মোংলার ৩৯টি গীর্জা অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের প্রার্থনা ও উৎসব। গীর্জাগুলোত শোভা পাচ্ছে ব্যাপক আলোকসজ্জা। এদিকে সন্ধ্যা থেকে বিভিন্ন গীর্জা পরিদর্শন ও পালক পুরোহিত এবং খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, নিরাপত্তায় শেলাবুনিয়ার প্রধান গীর্জায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বাকীগুলোতে বিট অফিসারদের মাধ্যমে টহল জোরদার করা হয়েছে।

Check Also

মোংলায় ৩৯টি গীর্জায় বড়দিনের প্রার্থণা

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লার ৩৯টি গীর্জায় চলছে বড়দিনের প্রার্থণা। গতরাতে …