Wednesday , 15 October 2025

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনয়নপ্রত্যাশী খান সাঈদ হাসানের মতবিনিময় সভা

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক ডিআইজি খান সাঈদ হাসান (অব:) । ১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় উল্লাপাড়া তার নিজস্ব কার্যলয়ে প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে উল্লাপাড়ার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভা শেষে খান সাঈদ হাসান সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন, আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে সত্য প্রকাশিত হোক এটাই আমার কামনা। উল্লাপাড়ার উন্নয়নে আপনাদের সঙ্গে সবসময় কাজ করতে চাই।

সভায় শুরুতেই খান সাঈদ হাসান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের সমস্যাগুলো তুলে ধরেন বলেই প্রশাসন ও রাজনীতি সচল থাকে। তাই সাংবাদিকরা যত বেশি নিরপেক্ষভাবে কাজ করবেন, সমাজ তত বেশি আলোকিত হবে।

তিনি বলেন, উল্লাপাড়ার মানুষ উন্নয়ন চায়, পরিবর্তন চায়। বিএনপির আদর্শ হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমি যদি দলের মনোনয়ন পাই, তাহলে এই এলাকায় মানুষের অধিকার রক্ষায়, অবকাঠামো উন্নয়নে, শিক্ষার মানোন্নয়নে ও বেকার যুবকদের কর্মসংস্থানে কাজ করব।

খান সাঈদ হাসান আরও বলেন, উল্লাপাড়ার কৃষি ও ক্ষুদ্র ব্যবসা সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে সরকারি অবহেলা ও সঠিক পরিকল্পনার অভাবে এ অঞ্চলের মানুষ বঞ্চিত। আমি বিএনপি থেকে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সহায়তা দেওয়া এবং তরুণদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করব।

তিনি বলেন, আমি রাজনীতি করছি জনগণের ভালোবাসা ও বিশ্বাসকে কেন্দ্র করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়াকে বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় উপস্থিত সাংবাদিকরা উল্লাপাড়ার বিভিন্ন সমস্যা, জনগণের প্রত্যাশা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। খান সাঈদ হাসান মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে খান সাঈদ হাসান সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন, আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে সত্য প্রকাশিত হোক এটাই আমার কামনা। উল্লাপাড়ার উন্নয়নে আপনাদের সঙ্গে সবসময় কাজ করতে চাই।

Check Also

শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের মধ্যে গাভী বিতরন

॥ নূরুনবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ১ ৫ ই অক্টোবর ( বুধবার ) সকাল …