Saturday , 13 December 2025

ওসমান হাদীর উপর গুলি ও হত্যা চেষ্টার প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

৪ শের জুলাই যোদ্ধা ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের এমপি প্রার্থী ওসমান হাদীর ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক চট্টগ্রাম -০৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলি ও হত্যা চেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদি ও চট্টগ্রাম ০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার উপর বর্বরোচিত গুলি এটি পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা। এটি পরিকল্পিত কিলিং মিশন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি এনায়েতপুর থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর হাট চত্বরে সামনে থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে ও থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজের সঞ্চালনায়

বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক লিয়াকত হোসেন লাবু, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, যুগ্ন আহবায়ক জিকে ফরিদ, থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ, সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা, জেলা ছাত্রদলের সদস্য শামিম খান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদি ও চট্টগ্রাম ০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লার উপর বর্বরোচিত গুলি এটি পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা। এটি পরিকল্পিত কিলিং মিশন। এই কিলিং মিশনের সাথে যারা যুক্ত সকল সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় প্রশাসনের নিকট।

বক্তারা আরো বলেন, একটি গোষ্ঠী ও দল শুরু থেকে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ওই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। তফসিলে ঘোষিত সময় অনুযায়ী আমরা নির্বাচন করতে বদ্ধপরিকর।

Check Also

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের ভাই মাকসুদুর রহমান হারুন আজ ১৩ ডিসেম্বর বিকালে মোংলা শ্রমিক সংঘের সামনে ইজিবাইক দুর্ঘটনায় নিহত

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ হে টে যাওয়ার সময় পিছন থেকে ইজিবাইক বেপরোয়া …