Tuesday , 4 November 2025

ধানগড়া পৌরসভার চারমাথা চত্বরে বিএনপি’র পথসভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌরসভার চারমাথা চত্বরে আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

“এই জনসমর্থনই প্রমাণ করে, জনগণ আজও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে ভালোবাসে।” বক্তারা একযোগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

এসময় ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি মোঃ আইনুল হককে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা একজোট হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মন্ডল। তিনি বলেন— “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আজ রাজপথে ঐক্যবদ্ধ। জনগণই এখন পরিবর্তন চায়।”

এছাড়া বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সামসুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ খয়রুল মাস্টার ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোকাদ্দেস হোসেন (সোহান) এবং যুবদলের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন, ১নং ধামাইনগর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রমজান আলী আকন্দ, একই  ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, এছাড়াও বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।

পথসভা শেষে স্থানীয় নেতারা বলেন— “এই জনসমর্থনই প্রমাণ করে, জনগণ আজও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে ভালোবাসে।” বক্তারা একযোগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Check Also

এই মনোনয়ন শুধু আমার নয়, রাজবাড়ী-১ আসনের প্রতিটি নেতাকর্মীর……আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা জবাড়ীর গোয়ালন্দে বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় …