Friday , 19 September 2025

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি জমি দখল ও ছিনতাইয়ের অভিযোগ।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২ নং আলাদীপুর ইউনিয়নে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি জমি দখল ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

 

এক পর্যায়ে জোর পূর্বক ঘরের ভেতর প্রবেশ করে দলিল খুঁজার নাম করে বাক্সের তালা ভেঙ্গে মেয়ের বিবাহের জন্যে গরুবেচা বাক্সে রাখা ৮০ হাজার টাকা নিয়ে চলে যায় আলামিন ডেবিট ও তাঁর সঙ্গীরা। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় বারাইহাটে একটা শালিস বসে শালিস অশিকার করে আল আমিন ডেবিট বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস আমি কারো কিছু করার থাকলে করেন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী মৃত হাসেন ডাক্তারের পরিবার

স্থানীয় এলাকাবাসী জানান স্থানীয় বারাইহাট চেয়ারম্যান পাড়ার সুলতান আলীর ছেলে আল আমিন ডেবিট নিজেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ছিনতাই ও জমি দখল করে বেড়াচ্ছেন।
স্থানীয় গ্রামবাসী জানান ২ নং আলাদীপুর ইউনিয়নের ছয়পুকুর গ্রামের মৃত হাসেন ডাক্তারের বাড়িটি তাঁর জায়গা দাবি করে হাসেন ডাক্তারের পরিবারকে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসেন।

এ বিষয়ে মৃত হাসেন ডাক্তারের মেয়ে শাহিরীনা আক্তারের সাথে কথা বললে তিনি বলেন বিগত ৪০ বছর ধরে সরকারী খাস জায়গায় আমার পরিবার বসবাস করে আসছে গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের পর থেকে আল আমিন ডেবিট নিজেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দিয়ে আমাদের বসবাসরত জায়গাটি তাঁর জায়গা দাবি করে বিভিন্ন সময় আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে।

মৃত হাসেন ডাক্তারের পরিবার ও গ্রামবাসী জানান গত ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় মৃত হাসেন ডাক্তারের বাড়ীর সামনে কয়েকজনকে সাথে নিয়ে যান আলামিন ডেবিট এরপর জমির কাগজ চেয়ে না দেয়ায় অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে আলামিন ডেবিট এক পর্যায়ে মৃত হাসেন ডাক্তারের স্ত্রী প্রতিবাদ জানালে তেড়ে এসে মারধর করে গলা টিপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা করে আলামিন ডেবিট ও তাঁর সঙ্গীরা মায়ের এমনবস্থা দেখে মেয়ে শাহীরিনা আক্তার ছোট ভাই সহ ছাড়াতে গেলে তাঁদেরও মারধর করে লাঞ্চিত করে আলামিন ডেবিট।

এক পর্যায়ে জোর পূর্বক ঘরের ভেতর প্রবেশ করে দলিল খুঁজার নাম করে বাক্সের তালা ভেঙ্গে মেয়ের বিবাহের জন্যে গরুবেচা বাক্সে রাখা ৮০ হাজার টাকা নিয়ে চলে যায় আলামিন ডেবিট ও তাঁর সঙ্গীরা। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় বারাইহাটে একটা শালিস বসে শালিস অশিকার করে আল আমিন ডেবিট বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস আমি কারো কিছু করার থাকলে করেন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী মৃত হাসেন ডাক্তারের পরিবার স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার ২ নং আলাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বললে তাঁরা বলেন আল আমিন ডেবিট ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির কোন পদে সে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এপিএস মিথ্যা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি জমি দখল ছিনতাই করছে সে বিএনপিকে কলঙ্কিত করেছে আমরা তাঁর শাস্তি দাবি করছি।

এ বিষয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

হাতিয়ায় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

॥  হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ বি চ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ …