॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সো মবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কিন্তু একটি মহল আমাদের পিছু লেগেছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কঠোর হস্তে তাদের দমন করতে হবে। গত জুলাই বিপ্লব২০২৪ , সিরাজগঞ্জ শহরে এই শিয়ালকোল ইউনিয়ন বিএনপির অগ্রণী ভূমিকা ছিল ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি । তিনি বলেন, এই শিয়ালকোল ইউনিয়নে আমাদের সিরাজগঞ্জের সিংহ পুরুষ সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জন্মগ্রহণ করেছেন । সেজন্য এই ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ।
পাড়ায় মহল্লায় উঠান বৈঠক করে ধানের শীষে ভোট চাইতে হবে । তৃণমূল জনগণ কে এখন থেকেই সুসংগঠিত করতে হবে এবং তাদেরকে পাশে নিয়ে নিবিড় সুসম্পর্ক গড়ে তুলতে হবে । কিন্তু একটি মহল আমাদের পিছু লেগেছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কঠোর হস্তে তাদের দমন করতে হবে। গত জুলাই বিপ্লব২০২৪ , সিরাজগঞ্জ শহরে এই শিয়ালকোল ইউনিয়ন বিএনপির অগ্রণী ভূমিকা ছিল ।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ টুপা সরকার, সাবেক সভাপতি ৪ নং শিয়ালকোল ইউনিয়ন , জনাব মোঃ নুর আলম মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক ৪ নং শিয়ালকোল ইউনিয়ন, পরিশ্রমী বিএনপি নেতা নুর আলম মুন্সী, সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর আলম তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক তৌহিদ আলম,শিয়ালকোল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ খন্দকার শিপন, সাবেক সাংগঠনিক জিবরাঈল হোসেন, শিয়ালকোল ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান শাহ জামাল আকন্দ, ডাঃ মোঃ আলাউদ্দিন সরকার, সাবেক সিনিয়র সহ সভাপতি শিয়ালকোল ইউনিয়ন যুবদল ও কারা নির্যাতিত নেতা সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।