Friday , 4 April 2025

রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

বিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর ও খানগজ্ঞ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার দিকনির্দেশনায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ। এসময় দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বুধবার (২৮ মার্চ) সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব এ. কে. এম সিরাজুল আলম চৌধুরী প্রমূখ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ ৩ টি ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদকসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ। এসময় দোয়া ও ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …