Wednesday , 6 August 2025

মোংলায় স্বৈরাচার পালানোর বর্ষপূর্তি পালনে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ছা ত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোংলায় বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক সংঘ চত্বর থেকে এ বিজয় র‍্যালী বের হয়।

 

এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। এ বিজয় র‍্যালী ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের শ্রমিক সংঘ চত্বরে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেত্রী শামীমা লাইজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম জনি,

বিএনপি নেতা বাবলু ভুইয়া, শাহজাহান ফকিরর, যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, যুবদল আলাউদ্দিন, সুমন মল্লিক, মুহাম্মদ আল মামুন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মানিক, মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক অলিউর রহমান মুন্না, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব মিয়া শান্ত, ছাত্রনেতা মাশরাফি, পৌর মহিলা দলের নেত্রী বেবী রহমান,দুলি সরদার, মনি, তাসলিমা তাসু,

বিজয় সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। এ বিজয় র‍্যালী ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

Check Also

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার …