Saturday , 30 August 2025

বরযাত্রীবাহী নৌকার ধাক্কায় ডুবল নৌকাবাইচের নৌকা, নিহত ২

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

লনবিলে নৌকাবাইচের একটি পানসী নৌকার সঙ্গে বরযাত্রীবাহী একটি বিয়ের নৌকার সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১০ আগষ্ট) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং নরসিংহপাড়া গ্রামের কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

 

রাত ৮টার দিকে চাকসা দক্ষিণ পাড়া মায়ের দোয়া এক্সপ্রেস নামের একটি পানসী নৌকা চলনবিলে শুকলাই এলাকায় মহড়া দিচ্ছিল। এসময় বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত বড় নৌকার সঙ্গে পানসী নৌকার সংঘর্ষ হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে শাহদত হোসেন ও আব্দুল আলীমকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর শওকত আলী জানান, রাত ৮টার দিকে চাকসা দক্ষিণ পাড়া মায়ের দোয়া এক্সপ্রেস নামের একটি পানসী নৌকা চলনবিলে শুকলাই এলাকায় মহড়া দিচ্ছিল। এসময় বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত বড় নৌকার সঙ্গে পানসী নৌকার সংঘর্ষ হয়। বিয়ের নৌকাটি শাহজাদপুর রতনকান্দি এলাকার বলে জানতে পেরেছেন তারা। তবে নৌকাটি কার বা কার বিয়ের জন্য এসেছিল তা জানা যায়নি।

তিনি জানান, এই সংঘর্ষে পানসী নৌকাটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। এতে ১০ জন আহত হন এবং ২ জন নিখোঁজ হন। অপর বাইচালরা সাঁতরে কূলে ওঠেন। সংঘর্ষের পরই বিয়ের নৌকাটি দ্রুত পালিয়ে যায়। গভীর রাতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ ভেসে ওঠে।

উল্লাপাড়া মডেল থানার ওসি জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দুই ব্যক্তির মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে নিহতদের পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বরযাত্রীর শ্যালোনৌকাটি শনাক্ত করে ব্যবস্থা গ্রহণে কার্যক্রম শুরু করেছে।

Check Also

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ ঢা কায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল …