Sunday , 6 July 2025

নবাবগঞ্জে যুবদল নেতার লাশ উদ্ধার

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢা কার নবাবগঞ্জ উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহত আমজাদের পরিবার সুত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক চারটায় নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর মৃধাকান্দার বাড়িতে অভিযানে যায় পুলিশ।

 

 এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, নিহত মো: আমজাদের নামে একটি চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ইসু হয়েছিল।

এসময় তাকে না পেয়ে পুলিশ বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে আমজাদ ঘরের ভিতর থেকে বের হয়ে বাইরে গেলে তার পরিবারের লোকজন তাকে খোজাখুজি করতে থাকে। ঘন্টাখানেক পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি ধইনচা খেতের পাশে পরে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

উদ্ধারের সময় নিহত যুবদল নেতা আমজাদের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, নিহত মো: আমজাদের নামে একটি চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ইসু হয়েছিল। সে কারনে আমি পুলিশ পাঠিয়েছিলাম তাকে ধরতে। তবে তাকে পাইনি। পরে জানতে পারি তিনি মারা গেছেন। ধারনা করা হচ্ছে হয়তো সে ভয়তে পালাতে গিয়ে স্ট্রোক করেছেন।

Check Also

হাতিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি কাইয়ুম সম্পাদক নাসির :

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ বাং লাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর হাতিয়া উপজেলা …