Sunday , 3 August 2025

যমুনা নদীতে প্রাণ হারালেন বগুড়া ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র তমাল

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ত বুধবার ১১ জুন /২০২৫. বগুড়ার শাহজাহানপুর উপজেলার মেরাজুল ইসলাম ( তমাল) ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে ঘুরতে আসেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার যমুনার প্রাকৃতিক অপরূপ লীলাভূমি মেঘাই পর্যটন কেন্দ্র এলাকায়।

 

ইতিপূর্বে যমুনা নদীতে কৌতুহলবশত গোসলে নেমে অনেক ছাত্র-ছাত্রী প্রাণ হারিয়েছেন, এ বিষয়ে পত্র পত্রিকা সহ : জেলার সবগুলো টিভি চ্যানেলে প্রচার করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে,

প্রতিনিয়ত যমুনার এই এলাকায় ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে সন্ধ্যা পর্যন্ত। মেরাজুল ইসলাম তমাল বগুড়া ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। যমুনার প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করার এক পর্যায়ে তিন বন্ধু মিলেপরামর্শ করেন দুপুরে যমুনার নদীতে গোসল করবেন। কোন এক সময় তারা তিন বন্ধু যমুনার নদীতে গোসল করতে নামেন । পানির নিচে গভীর খাদ এবং প্রবল স্রোত থাকায় , মুহূর্তেই তমাল পানির নিচে হারিয়ে যান এবং অন্য দুই বন্ধু উপরে উঠতে সক্ষম হন।

এই দৃশ্য পরিবারের লোকজন দেখার সাথে সাথে তাদের আত্ম- চিৎকারে যমুনা নদীর মেঘাইঘাট এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয়দের সহায়তায় অনেক চেষ্টা করেও তার কোন সন্ধান না পেলে কাজীপুর উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারাও ব্যর্থ হলে , রাজশাহী থেকে ডুবুরি এনে বৃহস্পতিবার ১২ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে আজ শুক্রবার ১৩ জুন ২০২৫. সকালে মেঘাই নৌকা ঘাটের পাশে তমালের মরদেহ ভেসে ওঠে ।

এ খবর জানতে পেরে কাজীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য : ইতিপূর্বে যমুনা নদীতে কৌতুহলবশত গোসলে নেমে অনেক ছাত্র-ছাত্রী প্রাণ হারিয়েছেন, এ বিষয়ে পত্র পত্রিকা সহ : জেলার সবগুলো টিভি চ্যানেলে প্রচার করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে, অভিভাবক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সহ: সকল শ্রেণিপেশার মানুষের মাঝে প্রচার প্রচারণা করেও কাজ হচ্ছে না। একের পর এক যমুনায় ডুবে হারিয়ে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের তাজা প্রাণ.

Check Also

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন

॥ নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ জা তীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা …