Monday , 10 March 2025

উল্লাপাড়ায় বোরো ধানের আবাদ শুরু এবার আবাদে খরচ বেড়ে দ্বিগুণ

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরের প্রধান বোরো (ইরি) ধানের আবাদ শুরু হয়েছে। কৃষক জমিতে নানা জাতের বোরো ধানের চারা লাগাচ্ছেন। উল্লাপাড়ায় বোরো ধানের ফসল কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ। উপজেলার সব মাঠেই কম বেশী জমিতে বোরো ধানের আবাদ শুরু হয়েছে।

 

উল্লাপাড়া কালিগঞ্জ গ্রামের কৃষক নয়ন এবার ৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি জানান, ধান লাগানোর খরচ বেশি আমাদের পোষাইতেছে না। সারের দাম বেশি তারপর ধানের বেচন এবার তেমন হয় নাই পরিস্থিতি ভাল না এবার আবাদ করে লোকশান হওয়ার সম্ভবনা বেশি।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবারের মৌসুমে ৩০ হাজার ৩৫৫ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধানের আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিভিন্ন এলাকার মাঠে এরই মধ্যে কৃষকেরা বোরো ধানের আবাদ শুরু করেছেন। ব্রি-ধান ৮৯ , ব্রি ধান ৯২ , ব্রি-ধান ১০২ , ব্রি-ধান ১০৫ , ব্রি-ধান ১০৮ জাতের ধানসহ আরো কয়েক জাতের ধান আবাদ হবে বলে জানা গেছে।

এবারের মৌসুমে বোরো ( ইরি) ধান আবাদে এক বিঘা জমি তৈরীতে ২৮শ টাকা থেকে ৩ হাজার টাকা খরচ হচ্ছে। আর ধান চারা তোলা ও জমিতে লাগানোয় খরচ হচ্ছে প্রায় ১৫ শ টাকা। কৃষকদের সাথে কথা বলে এ হিসাব মিলেছে। তাদের কথায় এবার বোরো ধানের আবাদে খরচ বেড়েছে ।

কৃষি নারী শ্রমিকরা বোরো ধানের চারা তুলছেন এবং নারী শ্রমিকের সাথে কথা বলে জানা যায় তারা ১০০ আটি চারা তুললে ১৫০ টাকা করে পায়। এতে করে দিনে ২৫০ থেকে ৩০০ আটি চারা তুলতে পারে।

হালচাষ দেওয়া পাওয়ার টিলার চালক উজ্জ্বল হোসেন বলেন, ১২০০ টাকা বিঘা জমিতে হাল বইছি। দেখা যায় যে, তেলের দাম বেশি আগে তেল কিনেছি ৬০ টাকা লিটার করে তখন বিঘা প্রতি নিয়েছি ৬০০ থেকে ৭০০ টাকা করে। এখন আমাদের ১১০ টাকা লিটার দামে তেল কিনতে হয়। শুধু তেল নয় টিলারের ১টি নাট কিনতে লাগে ২০ টাকা যা আগে কিনেছি ৬ টাকা করে। বর্তমানে সব জিনিসের দাম বেশি।

কৃষি শ্রমিক জেলহক জানান, আমি ১০০০ টাকা প্রতি বিঘা জমিতে ধান লাগাই আর দিন হাজিরা অনুযায়ী কাজ করলে ৬০০ টাকা দেয়। কৃষি শ্রমিক সিরাজুল জানান, আমি চুক্তিতে কাজ করছি ১০০০ টাকা বিষা জমিতে আর যদি দিন হাজিরায় কাজ করি তাহলে আমাদের ৬০০ টাকা করে কামলার দাম দেয়।

উল্লাপাড়া কালিগঞ্জ গ্রামের কৃষক নয়ন এবার ৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি জানান, ধান লাগানোর খরচ বেশি আমাদের পোষাইতেছে না। সারের দাম বেশি তারপর ধানের বেচন এবার তেমন হয় নাই পরিস্থিতি ভাল না এবার আবাদ করে লোকশান হওয়ার সম্ভবনা বেশি।

আরেক কৃষক ফারুক হোসেন বলেন, ধান লাগানো ৪০ টাকা ডিনিমাল হাল বওয়া ৩৫ টাকা ডিসিমাল। ধান লাগানো এবং হালচাষ দিয়ে ৭৫ টাকা ডিসিমাল খরচ পড়ে গেছে। তারপর সার ১৪০০ টাকা বস্তা, ধানের দাম কম কৃষ্ণক এবার অবাদে প্রতি বিঘায় ২০০০/৩০০০ টাকা লোকসান হবে।

কৃষক মজনু মিয়া এবার ৬ বিঘা জমিতে আবাদ করেছেন তার সাথে কথা বললে তিনি জানান, এক বিঘা ক্ষেতে ধান লাগাতে ১৫০০ টাকা খরচ হয়। আবার সার এবং হাল দিতে ৩৫০০ টাকা লেগে যায়। ধান কাটতে ৫০০০ হাজার টাকা এবং নিড়ানি দিতে লাগে ৩০০০ টাকা। এ রকম খরচ করে আবাদ করে আমাদের জান বাচানো কঠিন। সরকারী কোন অনুদান দেয় নাই।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্না ইয়াছমিন সুমি গ্লোবাল সংবাদ কে বলেন, চলতি বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা ৩০৩৫৫ হাজার হেক্টর জমিতে। অদ্যবদি রোপন হয়েছে ১০১১৫ হেক্টর জমিতে। ট্যাডিশনাল ভ্যারাইটি গুলো রিশ্লেষ করে যে সকল ব্রি-ধান-৮৯, ব্রি-ধান-৯২, ব্রি-ধান ১০২, ব্রি-ধান ১০৫ ব্রি-ধান ১০৮ মত ভ্যারাইটি মাঠ পর্যায়ে আমরা সম্প্রসারন কাজ করে যাচ্ছি এছাড়া পরিমিত সারের ব্যবহার এবং আগাছা দমন সহ অন্যান্য যে সকল সমস্যা আছে সে সকল সমস্যা সমাধানের জন্য অফিস থেকে পরার্মশ সহ মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছে।

Check Also

মোংলায় ৫ বছরের কন্যা শিশু  ধর্ষণ চেস্টার অভিযোগে থানায় মামলা – ধর্ষক পলাতক 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে  থানায়  মামলা …