॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানার ক্ষুদ্রশিমলা গ্রামে বিপুল পরিমাণ দেশীয় মদের বোতল উদ্ধার করেছে স্থানীয় যুব সমাজ।আজ মঙ্গলবার (০১/০৪/২০২৫), ক্ষুদ্রশিমলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় শ্রী নারায়ন (৫০), হরি চন্দ্র (৪৫), জনক (৩৫), গৌতম (৩৬), সাগর (২৫) এবং উজ্জ্বল (৩০)—এদের বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি দেশীয় মদের বোতল জব্দ করেন।
দ্ধার অভিযানের বিষয়ে জানতে চাইলে স্থানীয় মোঃ আমানত সরকার বলেন, ‘গ্রামের যুব সমাজ এ ধরনের অপকর্ম বরদাশত করবে না। ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড দেখলে আমরা প্রশাসনকে সহায়তা করব।’
পরে তারা সলংগা থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মোনাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা যাচাই করেন। উপস্থিত জনসাধারণ ও ছাত্র জনতার স্বাক্ষ্যের ভিত্তিতে উদ্ধারকৃত মদের বোতলগুলো পুলিশ হেফাজতে নিয়ে যায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
উদ্ধার অভিযানের বিষয়ে জানতে চাইলে স্থানীয় মোঃ আমানত সরকার বলেন, ‘গ্রামের যুব সমাজ এ ধরনের অপকর্ম বরদাশত করবে না। ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড দেখলে আমরা প্রশাসনকে সহায়তা করব।’
এ বিষয়ে সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গ্রামবাসীর দাবি, সলংগা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হোক, যাতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।