Sunday , 28 December 2025
এ আর আজাদ সোহেল

সাংবাদিক এসএম ফারুকের দাফন সম্পন্ন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

দৈনিক সোনালী বার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি, কবিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এসএম ফারুক হোসেন (৪৯) এর দাফন সম্পূর্ণ হয়েছে।

 

 

তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বিকেল বাদ আসর তার নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য শনিবার ১১ ফেব্রুয়ারী ভোর ৫ টার সময় ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগাহি, আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর,কেন্দ্রীয় সদস্য এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা লিটন, কবিরহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Check Also

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেলেন শরিফুল ইসলাম আলামিন

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শ নিবার ২৭ ডিসেম্বর ২০২৫.দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে …