॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
সা তক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসোর গ্রামে মাটির নিচে পুঁতে রাখা এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) বিকালে থানা পুলিশের একটি দল এ লাশ উত্তোলন করে।সবুজের দেয়া তথ্যমতে, আনুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তার শ্বশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ির পাশের একটি ঘেরের ভেড়ির কাছে মাটির নিচে চাপা অবস্থায় রেজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়। লাশটি বস্তাবন্দি অবস্থায় ছিল।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, যশোর কোতোয়ালি থানার একটি হত্যা মামলার আসামি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার কুড়িকাউনিয়া গ্রামের হবি গাজীর ছেলে মোঃ সবুজ ওরফে রবিউল (৩৫) গ্রেপ্তার হওয়ার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে এই লাশ উদ্ধার করা হয়।
সবুজের দেয়া তথ্যমতে, আনুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তার শ্বশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ির পাশের একটি ঘেরের ভেড়ির কাছে মাটির নিচে চাপা অবস্থায় রেজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়। লাশটি বস্তাবন্দি অবস্থায় ছিল।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানান, নিহত রেজাউল ইসলাম যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার কামরুলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪০) গত ২২ মার্চ ২০২৫ তারিখে যশোর কোতোয়ালি থানায় স্বামী নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ২৬ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে সবুজকে আটক করে। পরে তার জিজ্ঞাসাবাদে রেজাউলের হত্যার রহস্য উন্মোচিত হয়।
লাশ উত্তোলনের সময় আশাশুনি থানার এসআই আলমগীর হোসেন, যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস, এএসআই টমাস মন্ডলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।