॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
ফি লিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২১ মার্চ) জুম্মার জামাজ শেষে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে তারা শেখ আব্দুল হাই সড়কের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন।
ইসরায়েলের পণ্য বয়কটসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণ হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতার করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে প্রকোম্পিত হয়ে উঠে কোনাবাড়ী এলাকা। এসময় মুসল্লীরা দুনিয়ার মজলুম এক হও লড়াই করো, ওহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা ইসরায়েলের পণ্য বয়কটসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, নেতানিয়াহু যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণ হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতার করতে হবে। দেশের সকল মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া বাংলাদেশের অন্তরবর্তী সরকারকে ইসরায়েলের সাথে সকল প্রকারের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিছিন্ন করার আহবান জানানো হয় সমাবেশ থেকে।
এসময় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোঃ রুহুল আমীন, মাওলানা রেজাউল করিম, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান ও মাওলানা তৈয়েবুর রহমানসহ অন্যান্য আলেম ওলামাগন।