॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের বেলকুচি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে একই মঞ্চে সকল প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
ইশতেহারে প্রার্থীরা সবাই কয়েকটি সাধারণ বিষয়ে তাঁদের ইশতেহার প্রকাশ করেন। তাদের মধ্যে বেলকুচির তাঁত শিল্পের আধুনিকতা, বেলকুচি চৌহালীর নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, বেকারত্ব হ্রাসে শিল্প পার্ক স্থাপন করা, শিল্প গ্যাসের ব্যবস্থা করা, রাস্তা নির্মাণ করা ইত্যাদি বিষয়ে উন্নয়ন করার প্রতিশ্রুতি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় বেলকুচি-কামারখন্দ সেনা ক্যাম্পের অফিসার পি.এস.সি.জি মেজর তৌসিক সাজিদ, বেলকুচি থানার তদন্ত অফিসার ইনচার্জ জহুরুল হক উপস্থিত ছিলেন।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে অংশ নেন বেলকুচি-চৌহালী (৫) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, গণঅধিকার পরিষদের প্রার্থী ইউসুফ আলী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল