Tuesday , 20 May 2025

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো স্থানীয় পর্যায়ের পরিকল্পনায় জলবায়ু জনিত বাস্তুুচুতি বিষয়ক বিবেচনা একীভূতকরণ বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা :

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

বৃ হস্পতিবার ১৫ মে ২০২৫ সকাল ৯.৩০ মিনিট হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত গার্ডেন প্যালেস, সিরাজগঞ্জে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি মহোদয় প্রথমে প্রশিক্ষণ সনদ তুলে দেন তাড়াশ উপজেলার ৮ নং দেশী গ্রাম ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ সেলিম রেজার হাতে। এরপর পর্যায়ক্রমে সবার হাতে তুলে দেন প্রশিক্ষণ সনদ।

এই কর্মশালার লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ের পরিকল্পনাকারী, সরকারি কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, এবং সিভিল সোসাইটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা স্থানচুতি বিষয়ক বিবেচনা গুলোকে স্থানীয় উন্নয়ন ও অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে পারেন।

এই প্রশিক্ষণ অন্তর্ভুক্তিপূর্ণ ও তথ্যভিত্তিক পরিকল্পনা তৈরিতে সহায়ক হবে যাহা বাস্তুুচুত জনগোষ্ঠীর প্রয়োজন মেটানোর পাশাপাশি কমিউনিটির স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

এটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা( IOM) বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত, যেখানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত গবেষণা ইউনিট ( RMMRU)এবং (IC CCADI) প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু জনিত বাস্তু চ্যুতি মোকাবেলায় তথ্য ও জ্ঞান তৈরি, স্থানীয় পর্যায়ে পরিকল্পনার পাইলট কার্যক্রম পরিচালনা এবং বিদ্যমান নীতিগত কাঠামোর বিশ্লেষণ। এই কর্মশালায় অংশ নেন : স্থানীয় সরকার কর্মকর্তাবৃন্দ, পরিকল্পনাকারী ও বাস্তুুচুত জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও, সিভিল সোসাইটি সংস্থা (CSO),স্থানীয় গবেষণা প্রতিষ্ঠানসমূহ, উন্নয়ন কর্মী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, যারা বাস্তুুচ্যুতি ও অভিযোজন নিয়ে কাজ করছেন। এই কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা :স্থানীয় পর্যায়ে বাস্তুুচ্যুতি বিষয়ে ভালোভাবে অবহিত হবেন, জলবায়ু ও বাস্তুুচ্যুতি পরিকল্পনার সংযোগ জোরদার করতে পারবেন, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়বে,অংশীদারিত্ব সৃষ্টি হবে, বাস্তুুুচ্যুত জনগোষ্ঠীর জন্য পরিকল্পনা প্রণয়নে সুপারিশ দিতে সক্ষম হবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (সার্বিক) জনাব গণপতি রায় মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, ডা: এ কে এম ফরহাদ হোসাইন, এক্সচেঞ্জ নূরনবী, প্লানার আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী রবিউল কবির,সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন ঃ সুক: এর পরিচালক মো: আনোয়ার হোসেন, আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন : ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট (ICCCAD).যথাক্রমে :
জেনিফার খাদিম – সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, মো: লুৎফর রহমান -প্রোগ্রাম ম্যানেজার, মালিহা মমতাজ হিমু -রিসার্চ অফিসার, মুনিয়া তাহসিন -রিসার্চ অফিসার, নিশাত তাসনিম -রিসার্চ অফিসার, নাফিয়া সাদ্দাফ-প্রজেক্ট অফিসার, মো: সিফাত হোসেন -প্রজেক্ট অফিসার,।
আই ও এম : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন,

Check Also

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে পদত্যাগকারী নেতা অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা

॥  মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সা তক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে পদত্যাগ করা …