॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা পৌরসভার মৈশালা এলাকাস্থ শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দিরে রবিবার (৩১ আগস্ট) শ্রী রাধা অষ্টমী তিথি উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সনাতন ধর্মীয় আলোচনা, কীর্তন ও ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুভ অভিষেকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। কীর্তন পরিবেশন করেন ভক্তিশাস্ত্রী ও গীতা কোর্সের শিক্ষার্থীবৃন্দ।
কীর্তন ও ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুভ অভিষেকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। কীর্তন পরিবেশন করেন ভক্তিশাস্ত্রী ও গীতা কোর্সের শিক্ষার্থীবৃন্দ।
শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দিরের সভাপতি ও পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ সিকদার ও কোষাধ্যক্ষ সুশান্ত মাস্টার, উপদেষ্টা প্রান্তোষ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ দত্ত ও চন্ডীচরণ ঘোষ, পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, বারো পল্লী মহাশ্মশান কমিটির সভাপতি তেজেন্দ্রনাথ বিশ্বাস,
পাংশা আদি মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন রায়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ সিংহ রায়, ডাঃ স্বপন মন্ডল, পাংশা আইডিয়াল গালর্স কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, শ্যামল দাস, সুবর্ণা কুন্ডু, পুলক কুমার পাল, গোলক কুমার কুন্ডু, দীপিকা বিশ্বাস, শিপ্রা পাল, নুপুর পোদ্দার, শিপ্রা রানী আচার্য্যসহ সনাতন ধর্মের বহু নারী পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেবায়েত হিসেবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন সত্যব্রত বিশ্বম্বর দাস।