Tuesday , 20 May 2025

হাতিয়ায় জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু

।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধি।।  

 

গামীকাল ৭ জানুয়ারি সারাদেশে অনুষ্টিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

 

সহকারি রিটানিং অফিসার সুরাইয়া আক্তার লাকী জানান, এবার হাতিয়া উপজেলার ৯৬ ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারি রিটানিং অফিসার সুরাইয়া আক্তার লাকী জানান, এবার হাতিয়া উপজেলার ৯৬ ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

এদিকে আজ সকাল ৯ টায় হাতিয়া সার্কেল আমান উল্লাহ আমানের (এএসপি) উপস্থিতিতে নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন, তিনি বলেন নির্বাচনের নাশকতাসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক কর্মকর্তা , বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …