Thursday , 13 November 2025

সিএফজিবি দিনাজপুর-রংপুর খাদ্য নিরাপত্তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে সিএফজিবি দিনাজপুর-রংপুর খাদ্য নিরাপত্তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও প্রকল্প অবহিতকণের বাস্তবায়ন সহ নানাদিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সোসাইটি ফর উদ্যোগ দিনাজপুর এর বাস্তবায়নে বাংলাদেশ মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) এর সহযোগিতায় খাদ্য নিরাপত্তা প্রকল্পের এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন সভায় খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও প্রকল্প অবহিতকণের বাস্তবায়ন সহ নানাদিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়সহ খাদ্য নিরাপত্তা ও প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

আবারো মোংলায় সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে একাধিক ফেসবুকে ফেক আইডি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ মোং লায় সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুকে ভুয়া …