॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
নো য়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতের ব্যক্তিগত অর্থায়নে ৬ শত চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত জানান, এর আগেও গত বছর নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণসহ ১শত চোখে ছানি পরা রোগীকে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে ছানি অপারেশন করা হয়েছে।
বুধবার ১০ আগস্ট নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। সকালে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন, ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।
চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সাইফ মোহাম্মদ ফাহাদ, এমবিবিএস, সিসিডি (বারডেম) পিজিডি( চক্ষু) ও নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ।
চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত জানান, এর আগেও গত বছর নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণসহ ১শত চোখে ছানি পরা রোগীকে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে ছানি অপারেশন করা হয়েছে। তারা সবাই ইনশাআল্লাহ অনেক সুস্থ আছেন এবং ভালোভাবে দেখতে পাচ্ছেন। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন এই এলাকার হতদরিদ্র, গরিব অসহায় মানুষের পাশে থাকবেন সাধ্যমত সহযোগিতা করে করে যাবেন। চক্ষু রোগীদের জন্য এই চিকিৎসা ক্যাম্প চলমান থাকবে।
সকাল ৯ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। এ সময় ৪ শতাধিক চক্ষু রোগীকে ঔষধ ও ২শত চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।