Friday , 9 January 2026

রায়গঞ্জে সরিষা, মরিচ ও আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামতৈল, কানাদিঘী, গোয়ালপাড়া ও সারুইল এলাকায় চলতি মৌসুমে গত বছরের তুলনায় ব্যাপক পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। মাঠজুড়ে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ, যা কৃষকদের মধ্যে আশার আলো জাগিয়েছে।

 

একই এলাকার কৃষক শ্রী সুমালদাস সরকার জানান, তিনি ১৭ শতাংশ জমিতে মরিচের চাষ করেছেন। তাঁর মতে, “গত বছরের তুলনায় এ বছর মরিচের ফলন অনেক ভালো হয়েছে। গাছগুলোতে প্রচুর মরিচ ধরেছে।”

এলাকার কৃষক মোঃ আব্দুল কুদ্দুস জানান, “অন্য বছরের তুলনায় এ বছ%B

Check Also

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

॥ নূরুন্নবী ইমন, শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ শ্যা মনগর কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকা …