Sunday , 17 August 2025

জাতীয় বৃক্ষ দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥

জ সোমবার ১৬ জুন জাতীয় বৃক্ষ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে আজ সাতক্ষীরা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষক ও ছাত্রনেতারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচির অংশ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার।

সোমবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচিতে অংশ নেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাযাবুর রহমান স্যার, গণিত বিভাগের শিক্ষক আয়শা সিদ্দিকা ম্যাডাম এবং আসাদুজ্জামান আসাদ স্যার।

ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন এবং যুগ্ম আহ্বায়ক সিহাবুজ্জামান। এছাড়াও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রনেতা আনারুল ইসলাম সান, মোল্লা মুহাম্মদ শাহাজুদ্দীন, আকবর হোসেন, ইয়াসিন সরদার, বাইজিদ হোসেন, জুবায়ের হোসেন এবং সজিব সাহা বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উপস্থিত শিক্ষক ও ছাত্রনেতারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচির অংশ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই মাসব্যাপী কর্মসূচি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস আরও সবুজে ভরে উঠবে এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। ছাত্রদল নেতারা জানান, তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবেন।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর, বাশদাহা ইউনিয়নে কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥ র বিবার ১৭আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা সদর …