Wednesday , 9 July 2025

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চিনা কর্মকর্তা নিহত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে কাজ করার সময় স্টিল রোপের সঙ্গে আটকে গিয়ে হাইড্রলিক জগের নিচে চাঁপা পড়ে চায়না শিফট সুপারভাইজার মি.ওয়াং জিয়াং গুয়ো(৫৬)নামে এক চিনা কর্মকর্তা নিহত হয়েছে।

 

ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় চায়না শিফট সুপারভাইজার মি.ওয়াং জিয়াং গুয়ো অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে তিনি আটকে গেলে হাইড্রলিক জগের নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হন।

গত ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির ১.২৩৫ ফুট ভূ-গর্ভে ১৩০৫ নম্বর ফেইজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর (বিসিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে চায়না নাগরিক চায়না শিফট সুপারভাইজার মি.ওয়াং জিয়াং গুয়ো ১৩০৫ নম্বর ফেইসের ভূ-গর্ভে কাজ করছিলেন এসময় ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বের করার সময় অসাবধানতাবসত স্টিল রোপের সঙ্গে আটকে গিয়ে হাইড্রলিক জগের নিচে চাপা পড়ে এ সময় দ্রুত তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কর্তব্যরত ডাক্তার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃ’ত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায় চায়না শিফট সুপারভাইজার মি.ওয়াং জিয়াং গুয়ো খনির উৎপাদন তদারকি করতেন এবং তিনি চিনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিনে কর্মরত ছিলেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করে ৯ জুলাই বুধবার সকালে জানান রংপুর কোতয়ালী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে নিহত চাইনিজ মি.ওয়াং জিয়াং গুয়ো এর সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক বলেন গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলছে ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় চায়না শিফট সুপারভাইজার মি.ওয়াং জিয়াং গুয়ো অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে তিনি আটকে গেলে হাইড্রলিক জগের নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হন।

দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান।

Check Also

হাতিয়া উপজেলার তমরদ্দি ‘চর আতাউর’-এ বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গোচারণভূমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

॥  বিশেষ প্রতিনিধি ॥ বু ধবার (৯ জুলাই) বিকেল তিনটায় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে …