Thursday , 22 May 2025

মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥

মোং লায় “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এই আয়োজন মোংলার শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা

২২ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু।

সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম ও প্রভাষক রূপা দাস।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাদশ মানবিক এবং একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীরা। যুক্তিতর্কে এগিয়ে থেকে বিজয়ী হয় পক্ষ দল একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা। সেরা বক্তার স্বীকৃতি পান একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অথৈ মিস্ত্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী ও অতিথিবৃন্দ।

এই আয়োজন মোংলার শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

Check Also

সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সি  রাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত …