Wednesday , 10 December 2025

মায়ানমারে দেশীয় পণ্য পাচারকালে হাতিয়ার মেঘনায় ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

॥ আরজু আক্তার, হাতিয়া, (নোয়াখালী) প্রতিনিধি ॥

মা য়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সরবরাহের উদ্দেশ্যে অবৈধভাবে হলুদ ,ডাল ও কাঠ বাদাম পাচার কালে একটি ট্রলার সহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ট্রলারে বহনকারী প্রায় ৩১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের দেশীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মাদকের বিনিময়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন কৃত প্রায় ৩১ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ২৩৩ বস্তা হলুদ , ৩২ বস্তা মাস কলাই ডাল, ৩২ বস্তা কাঠ বাদাম ও পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার সহ ১২ জন পাচার কারী কে আটক করা হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ডিসেম্বর ) ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার বিকেলে (১০ ডিসেম্বর ) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মাদকের বিনিময়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন কৃত প্রায় ৩১ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ২৩৩ বস্তা হলুদ , ৩২ বস্তা মাস কলাই ডাল, ৩২ বস্তা কাঠ বাদাম ও পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার সহ ১২ জন পাচার কারী কে আটক করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত পণ্য , পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Check Also

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেলো ৪৭ জেলে

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ব ন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশী জেলেকে ফেরত …