Thursday , 18 September 2025

মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ৩ আগস্ট বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

ধারাবাহিকতায়, আজ ৩ আগস্ট সকাল ১১ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায়, আজ ৩ আগস্ট সকাল ১১ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়মনিরঘোল দারুসসুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসায় মোট ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটার বিতরণ করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা

॥ মাসুদ রানা,বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় …