Friday , 29 August 2025

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তল ৪৭৪ পিস ইয়াবাসহ আটক এক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

কো স্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে খুলনার একটি আবাসিক হোটেল থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল এবং ৪৭৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

 

সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল, ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৪ শত ৭৪ পিছ ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই শনিবার রাত ১১ টায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল, ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৪ শত ৭৪ পিছ ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক ও অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন …