Wednesday , 10 December 2025

ডাকাত বাহিনীর আস্তানা থেকেে ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সু ন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

খুলনা জেলার কয়রা থানাধীন শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকা তাদের জিম্মি করে দস্যুরা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ৭ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। উদ্ধারকৃত জেলেরা আতিয়ার (২৮) আবুল খায়ের গাজী (২৪) মোশারফ হোসেন ঢালী (৬০), মোঃ মকছেদ আলী (৫০)মিজানুর রহমান (৩৭),  জলিল গাজী (৩৫, )কৃষ্ণপদ রপ্তান (৪৫), সুগদেব মন্ডল (২৭) কয়রা থানার বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত জেলেদের বাড়ি।

খুলনা জেলার কয়রা থানাধীন শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকা তাদের জিম্মি করে দস্যুরা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Check Also

তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্ত হওয়ার পরামর্শ মৎস খামারি আলাউদ্দিনের

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ ত রুণদের চাকরির পেছনে না ছুটে …