Tuesday , 20 May 2025

ওয়ান শুটার পাইপগানসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন 

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সুন্দরবন সংলগ্ন দাকোপ এলাকা হতে অস্ত্রসহ ইসমাইল হোসেন (২৪) নামে এক ওয়ার্লিং মিস্ত্রিকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করে কোস্ট গার্ড পশ্চিম জোন। এসময় তার কাছ থেকে দেশীয় একটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।

 

এটি কোন এক গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্য তিনি তৈরি করেছিল। তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানতে পারে কোস্টগার্ড ।

আটক ইসমাইল হোসেন গাজীপুর জেলার দক্ষিণ বাগ থানার আব্দুল আজিজের ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন  ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার হওয়া পাইপগান উদ্ধার করা হয়। এটি কোন এক গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্য তিনি তৈরি করেছিল। তার নামে বাগেরহাট জেলার রামপাল থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানতে পারে কোস্টগার্ড ।

এদিকে তার কাছে পাওয়া ওয়ান শুটার পাইপগানসহ তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকালে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মোঃ আসিফ।

Check Also

মোংলায় জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥ মোং লায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার …